উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ
উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর
(ত্রাণ শাখা)
স্মারক নং ৩-১/২০০৯-২০১০/ত্রাণ/ তারিখঃ / /২০০৯ খ্রিঃ
প্রাপকঃ উপজেলা নির্বাহী অফিসার,
নগরকান্দা, ফরিদপুর।
বিষয়ঃ ২০০৯-২০১০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রসংগে।
সূত্রঃ ত্রাপুঅ/কাবিখা-১/১২/২০০৯-২০১০/৫৮৪ তারিখ ১৯.১২.২০০৯ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০০৯-২০১০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য, নগরকান্দা উপজেলায় ৩০০.৫৭৮ মেঃটন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গিয়েছে। বরাদ্দকৃত খদ্যশস্যের বিপরীতে গৃহীত প্রকল্প সমূহ গত ১৭-১২-২০০৯ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদিত হয়েছে। সর্বশেষ জারীকৃত কাবিখা পরিপত্রের নির্দেশনার আলোকে নিম্নোক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য পার্শ্বে উল্লিখিত পরিমাণ খাদ্যশস্য এতদ্বারা উপ-বরাদ্দ প্রদান করা হলো।
ক্রঃ
নং |
প্রকল্পের নাম | বরাদ্দকৃত খাদ্যশস্যের পরিমান (মেঃটন) |
১ | কুমারদিয়া মজিদ মাতুঃ বাড়ী হতে বিশ্বরোড রাস্তা নির্মাণ/পুনঃ নির্মাণ | ৬.০০০ মেঃটন |
২ | বানেশ্বর্দী পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ হতে বাবুল আক্তারের বাড়ী হয়ে বানেশ্বর্দী হাট খোলা পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃ টন |
৩ | গাড়ুয়ারপাড় স্কুল হতে গাবতলী খাল পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
৪ | আশফরদী হরির হাট হতে ইসরাইল চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃ টন |
৫ | চাঁদহাট নগরকান্দা রাস্তা হতে বাগমারা বাদল মেম্বরের বাড়ী হয়ে বিশ্বরোড পর্যন্ত রাস্তা নিমার্ণ ও পুনঃ নির্মাণ | ৬.০০০ মেঃ টন |
৬ | চাঁদহাট নগরকান্দা রাস্তার আগলদিয়া স্কুল হয়ে কৌরবালী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃ টন |
৭ | বানেশ্বর্দী ধলা মিয়ার বাড়ী হইতে বানেশ্বর্দী পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃ টন |
৮ | পৈলানপুট্রি নিলু মিয়ার বাড়ী হইতে বানেশ্বর্দী ধলা মিয়ার বাড়ী পর্যন্ত নির্মাণ ও পুনঃ নির্মাণ | ১০.০০০মেঃটন |
৯ | ব্রাক্ষনডাঙ্গা দাখিল মাদ্রাসা হতে মাাঝিবাড়ী ফেরীঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১০ | দফা মৃধার মোড় হতে তালুকদার পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১১ | বড়কাজলী হান্নান মোল্লার বাড়ী হতে দরগাতলা পর্যন্ত রাস্তা নির্মান | ৬.০০০ মেঃটন |
১২ | দুলালী আবুবক্কর মোল্যার বাড়ী হতে মোস্তাফা মোল্লার বাড়ী হয়ে ঈদগাহ পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১৩ | নগরকান্দা চাঁদহাট হতে মইফুল বেগমের বাড়ীর রাস্তা নির্মাণ। | ৯.৫৭৮ মেঃটন |
১৪ | সালথা নগরকান্দা জি,সি সড়ক হতে ছাগলদি পশ্চিম পাড়া মসজিদের পাশ দিয়া গোরস্থান পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১৫ | বড়পাইককান্দি কাজী ব্রীজ হইতে বিমল সাহার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১৬ | আঃ আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় মাটি ভরাট | ১০.০০০ মেঃটন |
১৭ | চক নাওডুবি পাকা রাস্তা হতে চক নাওডুবি মুনসুর মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১৮ | শালিথা খালের বীজ হতে নান্নু শেখের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
১৯ | সাধীপুর খেয়াঘাট হতে বিশ্বরোড পর্যন্ত রাস্তা নির্মাণ | ১০.০০০মেঃটন |
২০ | বিশ্বরোড হতে বাবুর কাইচাইল মডেল হাইস্কুল হয়ে বেড়ীবাধ পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ | ১০.০০০মেঃটন |
২১ | নাওডুবি রাস্তা হতে কাইচাইল নতুন বাজার পর্যন্ত রাস্তা সংস্কার | ১৫.০০০ মেঃটন |
২২ | কোনগ্রাম পাকা সড়ক হতে কোনাগ্রাম খাল পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
২৩ | বেড়ী বাধ হতে হাসেম ফকিরের বাড়ীর রাস্তা মেরামত | ৬.০০০ মেঃটন |
২৪ | ধুতরাহাটি গ্রামের ইগুল মোল্যার বাড়ী হতে কারিকর পাড়া ইউনুচ ব্যাপারীর বাড়ীর রাস্তা নির্মাণ | ৬.০০০ মেঃটন |
২৫ | ছামাদ মুসল্লির বাড়ী হতে বাদশার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান | ৬.০০০ মেঃটন |
২৬ | চাপখন্ড থেকে কদমতলী কমিউনিটি প্রাঃ বিঃ পর্যন্ত রাস্তা নির্মান ও পুনঃ নির্মান | ২০.০০০ মেঃটন |
২৭ | কৃঞ্চারডাংগী উচ্চ বিদ্যালয় থেকে সুবোধ সাহার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃটন |
২৮ | গোপালপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃটন |
২৯ | রামনগর মালাকার বাড়ী হতে দাসপাড়া দূর্গা মন্দির হয়ে বট তলা পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃটন |
৩০ | গাজগাহ সুইজগেট হতে কুঞ্চনগর বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ | ৬.০০০মেঃটন |
৩১ | আক্তার মন্ডলের বাড়ী হতে গোপীনাথপুর করিম মন্ডলের বাড়ী পর্যন্ত নির্মাণ | ৬.০০০মেঃটন |
৩২ | রাধানগর পশ্চিমপাড়া নবা সিকদারের ব্রীজ হতে ছবুরখার বটতলা পর্যন্ত নির্মাণ | ৭.০০০মেঃটন |
৩৩ | ভবুকদিয়া রায়হান কাজীর বাড়ী সংলগ্ন মসজিদে মাটি ভরাট | ৬.০০০মেঃটন |
৩৪ | কৃঞ্চনগর ব্রীজ হতে গোয়ালপোতা রাজেক মন্ডলের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ | ১৮.০০০মেঃটন |
৩৫ | শংকরপাশা রাস্তা হতে শংকরপাশা খালপাড় পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ | ১১.০০০মেঃটন |
৩৬ | মোল্লার মোড় হতে আইনপুর রাস্তা থেকে দেলোয়ার ফকিরের রাস্তা সংস্কার | ৬.০০০মেঃটন |
৩৭ | নগরকান্দা তালমা মহা সড়ক হতে লস্করদিয়া দুলাল সাহার বাড়ী পর্যন্ত পুনঃ নির্মান | ৬.০০০মেঃটন |
৩৮ | জুংগুরদী বেলায়েত খাঁর বাড়ী থেকে পাঞ্জখার বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ | ৬.০০০মেঃটন |
৩৯ | লস্করদিয়া (শশা) শহীদ লুৎফর রহমান সড়কের কাজী মোকসেদুল হকের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান | ৬.০০০মেঃটন |
৪০ | লস্করদিয়া বাজার মসজিদের সামনে মাটি ভরাট | ৬.০০০ মেঃটন |
মোট= | ৩০০.৫৭৮ |
শর্তবলীঃ
১। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত করার জন্য জরুবী ভিত্তিতে যথা নিয়মে খাদ্যশস্য ছাড় করতে হবে এবং স্থানীয় খাদ্যগুদাম হতে খাদ্যশস্য উত্তোলন করে নির্ধারিত স্থানে গুদামজাত করে যথানিয়মে প্রকল্প বাস্তবায়ন কাজে ব্যায় করতে হবে।
২। উপজেলার বরাদ্দকৃত চালের ডি,ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জারী করেবেন।
৩। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত ২০০৯ সালের সবশের্ষ (অক্টোবর ২০০৯ পর্যন্ত সংশোধিত) জারীকৃত পরিপত্র ও নীতিমালার আলোকে বাস্তবায়ন করতে হবে।
৪। প্রকল্প বাস্তবায়ন কাজের সার্বিক অগ্রগতির প্রতিবেদন নির্ধারিত ছকে প্রতি মাসের ১২ ও ২৭ তারিখের মধ্যে দাখিল করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কাজ সম্পন্ন করে চুড়ান্ত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে।
৫। যথানিয়মে প্রকল্প প্রস্ত্তত পূর্বক প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করতে হবে। প্রকল্প ছক কাজ আরম্ভের পূর্বে দাখিল নিশ্চিত করতে হবে।
৬। আনুষঙ্গিক খরচের অর্থ পরবর্তীতে প্রদান করা হবে।
৭। নিরীক্ষার জন্য মাষ্টাররোল ও প্রকল্প সংশ্লিষ্ট কাগজপত্র তাঁর কার্যালয়ে যথাযথভাবে সংরক্ষন করতে হবে।
জেলা প্রশাসক
ফরিদপুর এর পক্ষে
স্মারক নং ৩-১/২০০৯-২০১০/ত্রাণ তারিখঃ / /২০০৯ খ্রিঃ
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলোঃ-
১। চেয়ারম্যান উপজেলা পরিষদ নগরকান্দা, ফরিদপুর।
২। জেলা খাদ্য নিয়ন্ত্রক, ফরিদপুর।
৩। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নগরকান্দা, ফরিদপুর।
৪। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নগরকান্দা, ফরিদপুর।
৫। জেলা প্রশাসকের গোপনীয় সহকারী, ফরিদপুর। ইহা জেলা প্রশাসক মহোদয়ের সদয় অবগতির জন্য।
৬। সংশ্লিষ্ট নথি।
জেলা প্রশাসক
ফরিদপুর এর পক্ষে